অর্থনীতি ডেস্কঃ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য এখন প্রতি ব্যারেল ১১০ মার্কিন ডলারে পৌঁছেছে যা বিগত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য। খবর বিবিসির।
এর আগে, ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যে গেল ২৫ ফেব্রুয়ারি ২০১৪ সালের পর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়ায়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক এনার্জি অ্যাজেন্সির সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ছাড়ে সম্মত হওয়ার পরও এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটল।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আর রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কত দ্রুত কমানো যায়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এরই মধ্যে রুশ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন কানাডা। বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তেল বিক্রির অর্থ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির বিত্তবানদের পকেট ভরবে, কানাডা এটা চায় না।
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার সপ্তম দিনের মতো যুদ্ধ চলছে। যুদ্ধের প্রথম থেকেই রাশিয়ার প্রেসিডেন্টসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করেনি।