বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জন্য আবারও পশ্চিমা শক্তি দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে অনুষ্ঠিত ইউরোশিয়ান ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে এই অভিযোগ করেন তিনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া পাইপলাইনে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে পশ্চিমা শক্তি। এর পাশাপাশি রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর দেয়া হয়েছে অবরোধ। ফলে বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানির দাম। তবে খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ জানান তিনি।
কূটনৈতিক ইস্যুতে পুতিন বলেন, রাশিয়ার অসংখ্য মিত্র রয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সাথে সম্পন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন