বিশ্বকাপের এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
সুত্রে জানা গেছে, দেশে ফিরেই মিরপুরে ইনডোরে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ২৮ অক্টোবর। টাইগার অধিনায়ক ডাচদের বিপক্ষে ম্যাচের আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ফের ভারতে যাবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক দল নিয়ে এত তাড়াতাড়িই হতাশ না হওয়ার কথা বলেছিলেন। তবে পরের দিনই প্রোটিয়াদের বিপক্ষে হারে লাল-সবুজ দল। ১২৯ রানের ব্যবধানে হারে টিম টাইগার।
এ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে পাঁচটি ম্যাচ। আর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও এরপর টানা চার ম্যাচেই হেরেছে টাইগাররা। এবারের আসরে এখনো পর্যন্ত চার ম্যাচে খেলে সাকিব ব্যাট হাতে করেছেন ৫৬ রান। অন্যদিকে তিনি বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি