টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সব দলের সম্ভাব্য একাদশ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দল।
প্রথম রাউন্ডে টুর্নামেন্টের শুরুটা ৮ দলের লড়াই দিয়ে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।
প্রতিটি দল গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এরপর শুরু হবে বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’-এর মূল পর্ব। দুটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার সেরা দুটি দল জায়গা করে নেবে সুপার টুয়েলভে। বাংলাদেশ সরাসরিই খেলছে মূল পর্বে।
আগামী ২৪ অক্টোবর মাঠে গড়াচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচ। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় পা রেখেছে টাইগাররা।
বিগ ব্যাশের সুবাদে অস্ট্রেলিয়ায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু দেশের হয়ে এই সংস্করণে কখনও অস্ট্রেলিয়ায় খেলা হয়নি। শুধু সাকিব কেন, অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কখনও টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই তাদের কাছে নতুন চ্যালেঞ্জ।
যদিও এরইমধ্যে বাংলাদেশ অধিনায়ক দলের প্রস্তুতি নিয়ে বলেছেন, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি।
অস্ট্রেলিয়ায় ভালো করতে গেলে কী করণীয়, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের। সুপার ১২- এর গ্রুপ ২- তে বাংলাদেশ। সেখানে মোট ৫টি ম্যাচ খেলবে টাইগাররা। আর সাকিবরা মাঠে নামার আগে বাংলাদেশের সম্ভাব্য একাদশ জানিয়ে দিয়েছে আইসিসি!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- নাজমুল হোসেন শান্ত
- লিটন দাস (উইকেটরক্ষক)
- সৌম্য সরকার
- সাকিব আল হাসান (অধিনায়ক)
- আফিফ হোসেন
- ইয়াসির আলি
- নাসুম আহমেদ
- তাসকিন আহমেদ
- হাসান মাহমুদ
- মুস্তাফিজুর রহমান
- শরিফুল ইসলাম