আন্তর্জাতিক ডেস্কঃ টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেই রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এর আগে, আগ্রার ইঞ্জিনিয়রিং কলেজের তিন জন কাশ্মীরি ছাত্রকে সাইবার সন্ত্রাসের আওতায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিজেদের হোয়াটস অ্যাপ স্টেটাস আপডেট করেছে তারা। আর পাক দলকে সমর্থনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে।
এদিকে গেল রোববার ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন পাকিস্তানের হয়ে জয়ধ্বনি দেওয়া ও পাকিস্তানের জয়ে উদযাপন করার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী আদিত্যনাথের স্পষ্ট বার্তা, যারা পাকিস্তানের হয়ে গলা ফাটাবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে জেলে ঢোকানো হবে।
অন্যদিকে উত্তরপ্রদেশে ব্যাপক ধরপাকড় চলছে। রবিবারের ম্যাচ হারার পর ভারতীয় দলের বিরুদ্ধে অশভ্য ভাষায় গালিগালাজ করায় গতকাল বুধবার লখনউ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ারও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচারও চালাচ্ছিল তারা।