মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে আফ্রিকার দুর্বল দেশ ঘানার বিপক্ষে মাঠে নামে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই ঘানার রক্ষণে আক্রমণ চালায় পর্তুগিজরা। শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় রোনালদোর পর্তুগাল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দোহার ৯৭৪ স্টেডিয়ামে ৯ম মিনিটে ঘানার রক্ষণ বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় বল পেয়ে যান পর্তুগালের মিডফিল্ডার বার্নান্দো সিলভা। তার পাস ডি-বক্সের কাছাকাছি পেয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার শট ঘানার গোলকিপার কাছে পেলেও গোলবারে নিতে পারেননি। ১৩ মিনিটে আবার সুযোগ আসে রোনালদোর সামনে। রাফায়েল গুরেইরোর কর্নার কিকে বল লাফিয়ে হেড করেন সিআর সেভেন। কিন্তু তার দুর্বল আকৃতির শট জালের দেখা পায়নি। ঘানার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালেও জড়িয়েছিলেন পাঁচ বারের বিশ্বসেরা এই ফুটবলার। কিন্তু ফাউলের কারণে রোনালদোকে হতাশ করেন রেফারি।
ফলে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার সুযোগ বাতিল হয়ে যায় পর্তুগিজ এই তারকার। পিছিয়ে থাকা ঘানা প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে উঠে সুযোগও পেয়ে গিয়েছিল। ৩৬ তম মিনিটে ফার্নান্দেজ গোলবার থেকে ২০ গজ দূরে ওটাভিওর কাছে বল পাঠিয়ে গোল প্রতিহত করেন। ৪১তম মিনিটে প্রতিপক্ষে ডি-বক্সে নিয়ন্ত্রণহীন বল রাফায়েল গুরেইরোকে শট নেওয়ার জায়গা করে দেন। তবে ঘানা ডিফেন্ডার দানিয়েল আমারতে তা ব্লক করে দিয়ে পর্তুগালকে গোলবঞ্চিত করেন।
বিরতি থেকে ফিরে ৬৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিক থেকে গোলের সুযোগ হাতছাড়া করেননি তিনি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ৭৪ মিনিটে অবশ্য ওই গোল শোধ করে দেয় ঘানা। পর্তুগিজ রক্ষণভাগ চুরমার করে দিয়ে গোল করে কুদুস। এর ৪ মিনিট পরেই পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। আর ৮০ মিনিটে ব্যবধান ৩-১ করেন বদলি হিসেবে নামা রাফায়েল লিয়াও। তবে এখানেই শেষ হয়নি নাটকীয়তা। ৮৯ মিনিটে ঘানার হয়ে দ্বিতীয় গোল করে দুশ্চিন্তায় ফেলেন বুকারি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় পর্তুগাল।