ক্রিকেট এবং গীতিকবি রবিউল ইসলাম জীবন—এই দুইয়ের সম্পর্ক বেশ পুরোনো। ক্রিকেটের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকেই বারবার শব্দ-ছন্দে তুলে এনেছেন ক্রিকেটীয় অনুভূতি। সদ্য শুরু হওয়া বিশ্বকাপেও সেই ধারা অটুট রইল।
সদ্য প্রকাশ হয়েছে জীবনের কথায় ক্রিকেটের নতুন গান। বিশ্বকাপের থিম সং হিসেবে তৈরি করা এই গানের শিরোনাম ‘জিতবো আমরা’। এটি গেয়েছেন তাসনিম আনিকা। সুর-সংগীত করেছে ব্যান্ড অ্যাপিরাস। গানটিতে র্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং ও টুকু।
গানটি তৈরি করা হয়েছে ক্রীড়াভিত্তিক একটি টিভি চ্যানেলের উদ্যোগে। তাদের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এটি ভিডিও আকারে উন্মুক্ত করা হয়েছে। কাজটি হয়েছে জিনেক্সটের তত্ত্বাবধানে।
’বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার/কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার’—এমন কথায় শুরু হওয়া গানটি নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, ‘ক্রিকেট আমার আবেগে মিশে আছে। তাই এই বিষয়ে লিখতে বরাবরই বাড়তি ভালো লাগা কাজ করে। বিশ্বকাপ উপলক্ষে থিম সংটি বানানো হয়েছে। এর পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজনের প্রচারেও গানটি ব্যবহৃত হচ্ছে।
প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে ‘জিতবো আমরা’ গানটি। ফেসবুক ও ইউটিউব মিলিয়ে এর ভিউ ছাড়িয়ে গেছে দুই মিলিয়ন।
ক্রিকেট নিয়ে এ পর্যন্ত দুই ডজনের বেশি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এরমধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। এ ছাড়াও শ্রোতা প্রিয়তা পেয়েছে ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলো।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম