বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।শনিবার কার্ডিফে ইংলিশদের দেয়া ৩৮৭ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ২৮০ রানে গুড়িয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল।বাংলাদেশের হয়ে ১১৯ বলে ১২১ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ১২টি চার ও একটি ছক্বা দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার ইনিংসটি সাজান। ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নেয়ার পাশাপাশি বিশ্বকাপের চলতি আসরের সেরা রান সংহগ্রাহকের মুকুটও তার মাথায়। মাত্র তিন ম্যাচে ২৫০ রান তুলে অবস্থান করছেন সবার উপরে।এদিন বড় তাড়া করতে নেমে সৌম্য সরকার ফেরেন ৮ বলে ২ রান করে। জোফরা আর্চারে বলে বোল্ড হোন এই ওপেনার।মার্ক উডের বলে এউইন মরগ্যানের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ২৯ বলে ১৯ রান করা তামিম ইকবাল।রানের চাকা সচল রেখে ১০৬ রানের জুটি গড়েন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম।৫০ বলে ৪৪ রান ফিরে যান মুশফিক। জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে লিয়াম প্লাঙ্কেটের বলে ফেরেন এই ডান-হাতি ব্যাটসম্যান।থিতু হতে পারেননি নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। মাত্র ২ বলে খেলে শূন্য হাতে ফেরেন উইকেট-রক্ষক বেয়ারেস্টোর হাতে ক্যাচ দিয়ে। উইকেটটি তুলে নেন আদিল রশিদ।বেন স্টোকসের বলে বোল্ড হয়ে ফিরে যান সাকিব। ১৬ বলে ২৬ রান নিয়ে স্টোকসের বলে আর্চার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত।অন্যদিকে ৪১ বলে ২৮ রান করে আউট হোন মাহমুদুল্লাহ রিয়দ। উডের বলে ক্যাচটি ধরেন উইকেট রক্ষক বেয়ারেস্টো।৮ বলে ৫ রান করা মোহাম্মদ সাইফউদ্দিনকে বোল্ড করে স্টোকস।৮ বলে ১২ রান করা মেহেদী মিরাজ আর্চারের বলে ক্যাচ তুলে দেন বেয়ারেস্টোর হাতে।৩ বল খেলে রানের খাতা খুলতে না পারা মুস্তাফিজুর রহমানও বেয়ারেস্টোর হাতে ধরা পড়েন। বোলার আর্চার।শেষ পর্যন্ত ৯ বলে ৪ রান করে ক্রিজে ছিলেন মাশরাফি।এর আগে জেসন রয়ের ১৫৩, জস বাটলারের ৬৪ ও বেয়ারেস্টোর ৫১ রানের সুবাদে বড় রান করতে সক্ষম হয় বিশ্বকাপের স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন রয়।