আইসিসি বিশ্বকাপের সূচি এমনিতেই অনেক দেরিতে প্রকাশ করেছে বিসিসিআই। তারই মধ্যে ফের সূচিতে পরিবর্তন আনার কথা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।
আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি থাকলেও আয়োজক ভারতের সিদ্ধান্তের সমালোচনা যেন পিছু ছাড়ছেই না। ইতোমধ্যে একাধিক কারণে আসন্ন বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এবার আরও একবার বিশ্বকাপের সূচিতে পরিবর্তনের আভাস মিলছে।
বিশ্বকাপ যে স্টেডিয়ামগুলিতে হবে সেই রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসেছিল বিসিসিআই। জানা গিয়েছে, বিভিন্ন স্টেডিয়ামে দর্শক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে যে সংস্কার কাজ চলছে তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষে জয় শাহ জানিয়েছেন, আইসিসির ৩টি পূর্ণ সদস্য দেশ সূচি নিয়ে আপত্তির কথা জানিয়েছে।
কয়েক দিনের মধ্যেই নতুন সূচি প্রকাশ হবে বলে জানান শাহ। ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে সুনির্দিষ্টভাবে তিনি কিছুই জানাননি। এই ম্যাচের দিন বদল নিয়ে যে জল্পনা চলছে তা নিয়ে নীরব থেকেছেন শাহ। তাঁর কথায়, ৩টি দেশ আপত্তি জানিয়েছে সূচি নিয়ে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। কয়েকটি ম্যাচের দিন বদল হবে। তবে খেলার স্টেডিয়ামের কোনও বদল হবে না।
এর আগে গুজরাটের নবরাত্রি উৎসবের জন্য ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিল নগর পুলিশ। সে কারণে ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়। তবে ওইদিনই (১৪ অক্টোবর) আগে থেকেই আরও দুটি ম্যাচ নির্ধারিত ছিল। সেখান থেকে ইংল্যান্ড-আফগানিস্তানের ম্যাচটি এগিয়ে ১৩ অক্টোবরে নির্ধারণ করা হয়। এছাড়া ১২ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার কথা বাবর আজমদের। দুই ম্যাচের মাঝে পর্যাপ্ত বিরতি নিশ্চিত করতে ম্যাচটি নেওয়া হয়েছে ১০ অক্টোবর।
পরবর্তীতে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচি পরিবর্তনের দাবি তোলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে নামার কথা পাকিস্তানের। তবে একইদিন কালীপূজা হওয়ায় নিরাপত্তার শঙ্কায় সূচি বদলের দাবি জানানো হয়। পরবর্তীতে ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের ম্যাচ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার লড়াই একদিন এগিয়ে সূচি নির্ধারিত হয় ১১ নভেম্বরে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম