এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে এই আসর। আর টুর্নামেন্টটির সম্ভাব্য ভেন্যু ঢাকা ও সিলেটের দুই মাঠে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জনা যায়।
বিশ্বকাপের আগে আইসিসির প্রতিনিধি দলের ভেন্যু পর্যবেক্ষণের বিষয়টি বেশ নিয়মিত ঘটনাই। এবার পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে আইসিসি। গতকাল ঢাকায় পা রেখে আজ (২২ এপ্রিল) মিরপুরে ভেন্যু পরিদর্শন করতে এসেছে আইসিসির সেই পর্যবেক্ষক দল।
পাঁচ সদস্যের দলটিতে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।
আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ঘুরেফিরে দেখবেন পর্যবেক্ষকরা। আগামীকাল ভেন্যু পরিদর্শনের উদ্দেশ্যে সিলেটে যাবে পাঁচ সদস্যের পর্যবেক্ষক দল। সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো এই দুই ভেন্যুতে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এর আগে ২০১৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ আয়োজিত হয়েছিল সিলেটে। এছাড়া ২০২২ সালে নারীদের এশিয়া কাপও আয়োজিত হয় সিলেটে।
আসন্ন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। টুর্নামেন্টে সরাসরি খেলবে স্বাগতিক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান নারী দল। বাকি দুই দল আসবে বাছাইপর্ব পার করে। ২৩ ম্যাচের এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম