সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সময় বিভিন্ন দেশ হতে আগত ফুটবল সমর্থকদের পরিবহনের জন্য ব্যবহৃত বাস লেবাননকে দান করবে কাতার। সম্প্রতি লেবাননের গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপ উপলক্ষে কাতারে অবকাঠামো উন্নয়নের জন্য বিশাল উদ্যোগ নেয়া হয়েছিল। উন্নত করা হয়েছিল দেশটির পরিবহন ব্যবস্থাও। যাতায়াতের জন্য তিন হাজারের বেশি বাস কিনেছিল তারা।
বিশ্বকাপ শেষে এসব উন্নয়নশীল দেশগুলোকে উপহার হিসেবে দিয়ে দেবে মর্মে কথা দিয়েছিল কাতার। তারই ধারাবাহিকতায় লেবাননকে বাস উপহার দেয়ার কথা চলছে। গালফ ইনসাইডার জানিয়েছে, কাতার থেকে বাস উপহার পাওয়ার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। জানা গেছে, উন্নয়নশীল দেশগুলোকে কাতার শুধু বাসই উপহার দেবে না, সেই সঙ্গে ৯৭৪ স্টেডিয়াম ও স্টেডিয়ামের সিটও উপহার দেয়া হবে।