দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা। প্রাকৃতিক সৌন্দর্যের দেশটি এখন অর্থনৈতিক ও রাজনৈতিক অনেক সংকটের মধ্যে। জাতীয় সংকটের মধ্যে দেশটির জনগণের মুখে হাসি ফুটিয়েছেন ক্রিকেটাররা। এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কাই করেছে বাজিমাত।
আসন্ন বিশ্বকাপ টি-টোয়েন্টি ফরম্যাটের হওয়ায় শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনাও বেশি। অন্য দেশগুলো ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করলেও নির্ধারিত সময়ের একদিন পর আজ শুক্রবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নিয়মিত সকল খেলোয়াড়ের পাশাপাশি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন তারকা পেসার দুষ্মন্ত চামিরা। এছাড়া আছেন লাহেরু কুমারা। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সাঙ্গাকারা-মাহেলার অবসর পরবর্তী সময় শ্রীলঙ্কার ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিল। শানাকার দলটি এখন টি-টোয়েন্টি ফরম্যাটে যথেষ্ঠ ভারসাম্যপূর্ণ। এশিয়ার সেরা দলটি বিশ্বকাপের মঞ্চে কতটুকু সফল হয় সেটাই দেখার বিষয়।
শ্রীলঙ্কা বিশ্বকাপের স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক) দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট কিপার), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশান, জেফরি ভ্যান্ডারসে, চমিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মধুশান