স্পোর্টস ডেস্কঃ অবশেষে ফিফা বিশ্বকাপ ট্রফির ৫৬টি দেশ ঘোরার পথে বাংলাদেশও ট্রফি ট্যুরের সঙ্গী হলো। আজ বুধবার (৮ জুন) বেলা ১১ টার পর হজরত শাহজালাল বিনামবন্দরে বিশ্বকাপ ট্রফি নিয়ে পা রেখেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু।
আজ বিকেল ৪টায় বিশ্বকাপ ট্রফিটি বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি ভবন ‘বঙ্গভবনে’ এবং সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ নিয়ে যাওয়া হবে। এরপর রাতে ট্রফি আসাকে ঘিরে আয়োজন করা হবে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশভোজ। যেখানে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের কয়েকজন নারী পোশাকশ্রমিক।
আর আগামীকাল বিকেল সাড়ে ৪টায় আর্মি স্টেডিয়ামে সীমিতসংখ্যক ফুটবলপ্রেমীর জন্য ট্রফি প্রদর্শন করা হবে। যেখানে প্রায় ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবেন। যেটি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বাছাই করা হয়েছে।
এবারের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসার পথে চার্টার্ড ফ্লাইটে ফিফার আরও ৭ জন প্রতিনিধিও এসেছেন। যাদের মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বুও রয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি সবশেষ বাংলাদেশে আনা হয়েছিল। এর পরের আসরে রাশিয়া বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে আসেনি। তবে ২০১৩ সালে যে ট্রফিটা এসেছিল সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা। তবে এবার এসেছে বিশ্বকাপের আসল ট্রফি।