অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনের বেলায় দুর্ধষ্য চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল কোয়ার্টারের ৪টি ইউনিটে এই চুরির ঘটনা ঘটে।
এর আগেও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স সহ পৌর শহর এলাকার বেশ কিছু দোকানে ও বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন দুর্ধষ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার সাধারণ
মানুষ।
বিগত কয়েক মাসে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। মাত্র কয়েক মাসের ব্যবধানে একের পর এক বাসা-বাড়ী, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠানে ব্যাপক চুরি সংঘটিত হয়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হলেও প্রশাসনের তেমন কোন নজরদারী নেই। ঢিলে ঢালা ভাবে চলছে আইন-
শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম।
এ পর্যন্ত কোন চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে দিশেহারা ব্যবসায়ী মহল সহ এলাকাবাসী। এদিকে হাসপাতালের চুরির ঘটনা পরিদর্শন করেছেন, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, বিরামপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোলাইমান হোসেন মেহেদী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, হাসপতালের সহকারী সার্জন ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল সহ আরো অনেকেই।
বিরামপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোলাইমান হোসেন মেহেদী জানান, এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।