আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশনা জারি করছে। এবার দেশটির রাজধানী কাবুলে বিয়ের হলগুলোতে গান-বাজনার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে তালেবান সরকার। এগুলো ইসলামবিরোধী হওয়ার তারা এমন নির্দেশনা জারি করেছে। খবর আল-জাজিরা।
গত রোববার আফগানিস্তানের পাপ-পুণ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে আর গান-বাজনা করা যাবে না। অনুষ্ঠানস্থল মালিকদেরকে ইতিমধ্যে সরকারের এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাবুলে বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনে ভাড়া দেওয়া হয় এমন একটি অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপক জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) কে বলেন, বিয়ের অনুষ্ঠানে যদি কোনো গান-বাজনাই না থাকে, তাহলে বিয়ের অনুষ্ঠান আর জানাজার মধ্যে পার্থক্য কী থাকল?
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর অনেক সংগীতশিল্পী ও কলাকুশলী দেশ ছেড়ে পালিয়েছেন। তারা পশ্চিমা দেশগুলোয় আশ্রয় নিয়েছেন।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন