জিম্বাবুয়েতে বিমান দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া ও তার ছেলে তাঁর ২২ বছর বয়সী ছেলে আমের রণধাওয়াসহ ৬ জন নিহত হয়েছেন। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুরওয়া হীরার খনির কাছে গত ২৯ সেপ্টেম্বর সকালে ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। খনি কোম্পানির আংশিক মালিকানায় ছিলেন হরপাল রণধাওয়া। রিওজিম নামের খনি কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদনের পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে থাকে। হরপাল ৪০০ কোটি ডলারের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসেরও প্রতিষ্ঠাতা ছিলেন।