কেম্যান আইসল্যান্ডের ওয়েন রবার্ট ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টে গাঁজাসহ মার্কিন সুপারমডেল জিজি হাদিদ গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে হিন্দুস্তান টাইমস আজ বুধবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।
সদ্যই প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ফ্রান্সে গিয়েছিলেন এই মডেল। সেখান থেকে ক্যারেবিয়ান সাগরের এই ছোট্ট দ্বীপে ছুটি কাটাতে যাচ্ছিলেন জিজি। আর যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন তিনি।
জানা যায়, গত ১০ জুলাই ব্যক্তিগত বিমানে এক বন্ধুর সাথে কেম্যান আইসল্যান্ডে পৌঁছেছিলেন ২৮ বছর বয়সী এই মডেল। সেই দিনেই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সমস্ত নামীদামী ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র্যাম্পে হাঁটেন জিজি। সদ্যই প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ফ্যান্সে যান জিজি সেখান থেকে ক্যারেবিয়ান সাগরের ছোট্ট দ্বীপ কেম্যান আইসল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছিলেন জিজি। গত ১০ জুলাই ব্যক্তিগত বিমানে এক বন্ধুর সাথে কেম্যান পৌঁছান এই সুপারমডেল। সেখানে ওয়েন রবার্ট ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টে গাঁজাসহ কাস্টমস অফিসারদের হাতে গ্রেফতার হন তিনি। জিজির ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রী।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে হিন্দুস্তান টাইমস জানায়, জিজি ও তার বন্ধু লিয়াকে বিদেশ থেকে গাঁজা ও গাঁজা সেবনের আমদানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে জামিনে মুক্তি পান জিজি ও লিয়া। দু’জনের মালপত্রের মধ্যে থেকেই গাঁজা উদ্ধার হয়েছিল। তবে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ খুবই সামান্য এবং সেটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তা স্পষ্ট।
১২ জুলাই জিজি ও তার বান্ধবী ম্যাককার্থিকে সামারি আদালতে উঠানো হয়। সেখানে তারা নিজেদের দোষ স্বীকার করে নেন। এরপর এক হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ১০ হাজার টাকার বিনিময়ে জামিন পান তারা।
মাদককাণ্ডে এই প্রথম জিজির নাম জড়ানো হয়নি। এর আগে ২০১৫ সালেও খবরের শিরোনাম হয়েছিলেন জিজিরি। তখন ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ এর একটি অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও সেইবার অভিযোগ অস্বীকার করেছিলেন মার্কিন এই সুপারমডেল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন