আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা শ্যামপুর সদাশিপুর টিকোস গ্রামের হালিমা বেগম গত ২১ আগষ্ট দৈনিক দেশ বায়ান্ন অনলাইন পত্রিকা সহ বেশ কিছু পত্রিকায়” হালিমার ঘরে নেই আলো নেই খাবার পানির ব্যাবস্থা” শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদটি নজরে আসে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন দাস ও এনজিও ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম টিয়ার। সমাজ সেবা অফিসারের সহোযোগিতায় এনজিও ফোরামের তহবিল থেকে একটি টয়লেট তৈরির ব্যাবস্থা করে দেন হালিমা বেগম কে।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নিরর্বাহী অফিসার সাকিব আল রাব্বি, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কান্চন দাস,শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম (টিয়া), সহ সভাপতি মোঃ সাইদুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এন্টু মিঞা,কোষাধাক্ষ মোঃ অলিউর রহমান অলি, প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,সদস্য,নাসরিন সুলতানা পপি সহ আরও অনেকে।
এনজিও ফোরামের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম টিয়া বলেন হালিমা বেগমের জন্য টয়লেটের ব্যাবস্থা করা হলো। খুব দ্রুত পানির জন্য টিউবওয়েল ব্যাবস্থা করে দিব। এ সময় উপজেলা নিরর্বাহী অফিসার সাকিব আল রাব্বি হালিমার জন্য একটি ঘরেও আলোর ব্যাবস্থা করবেন বলে জানান।
সমাজ সেবা অফিসারের কার্যালয় থেকে ইতিপূর্বে হালিমা বয়স্ক/ বিধবার ভাতা পাচ্ছেন বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।
তিনি আরো বলেন সমাজ সেবা অধিদপ্তরের সকল প্রকার সুযোগ সুবিধা পাবে হালিমা বেগম।