২০২৪ বিপিএল এর ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ রান সংগ্রাহকের অ্যাওয়ার্ডও তামিমের হাতেই। সেরা ফিল্ডারের পুরষ্কার জিতেছেন মোহাম্মদ নাইম শেখ। দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম পেলেন সর্বোচ্চ উইকেট শিকারের পুরষ্কার।
কুমিল্লা এর আগে কখনো ফাইনালে হারেনি। এবার অবশ্য এর ব্যতিক্রম ঘটেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম বারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল।
দলকে শিরোপার স্বাদ এনে দেওয়ার দিনে মোট ৪৯২ রান করা তামিম ইকবাল রান সংগ্রাহকদের শীর্ষস্থানে। তামিম ইকবালের জাদুতে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল। সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।
দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করে পেয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর পুরষ্কার ও প্রাইজমানি। আর টুর্নামেন্টের সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড জিতলেন দুর্দান্ত ঢাকার আরেক তারকা নাইম শেখ, নিয়েছেন মোট ৮ ক্যাচ। এই দুই জন ফাইনালে না থাকায় তাদের হয়ে পুরষ্কার গ্রহণ করেন রিশাদ হোসেন।
বিপিএল ২০২৪ এর পুরস্কারের তালিকা-
চ্যাম্পিয়ন দল (ফরচুন বরিশাল)- ২ কোটি টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট (তামিম ইকবাল)– ১০ লাখ টাকা
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় (কাইল মায়ের্স) – ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার (মোহাম্মদ নাইম শেখ)– ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী (শরিফুল ইসলাম) – ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (তামিম ইকবাল)– ৫ লাখ টাকা
রানার-আপ দল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)– ১ কোটি টাকা
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম