বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের আরও ৩ ম্যাচ বাকি থাকলেও নাসিরের ঢাকা ডমিনেটর্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে আজ।
সোমবার (৩০ জানুয়ারি) সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে গেছে নাসিরের ঢাকা ডমিনেটর্স।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিন ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে শেখ মেহেদীর ঝড়ো ইনিংসে ভর করে এক ওভার বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর।
✪ আরও পড়ুন: ৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান
ঢাকার দেয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেখ মেহেদী মাত্র ৪৩ বলে ৬টি চার ও ৫টি ছয়ে খেলেছেন অসাধারণ ৭২ রানের ইনিংস। তার এই ইনিংসের সুবাদে ম্যাচে অনেকটাই এগিয়ে যায় রংপুর। রান তাড়ায় মেহেদীকে সাপোর্ট দেন রনি তালুকদার। ২৯ রান আসে রনির ব্যাট থেকে। এ ছাড়াও শেষ দিকে নওয়াজ ১৭ এবং ওমরজাই ১২ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন।
✪ আরও পড়ুন: জিতেও আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ