দুই দিন বিরতির পর আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। সোমবার (৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আামন্ত্রণ জানিয়েছে রংপুর।
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তারা নেট রানরেটেও অনেক এগিয়ে। সিলেট ঢাকায় মাত্র একটি ম্যাচ খেলে হেরেছে। ঘরের মাটিতে বেশি ম্যাচ খেলবে সিলেট। নিজেদের দলকে সমর্থন দেওয়ার জন্য দর্শকরাও মাঠে আসবে বলে আয়োজকদের ধারণা।
স্থানীয় তরুণ সব ক্রিকেটার রয়েছে সিলেটে। স্থানীয় ক্রিকেটারই তাদের মূল শক্তি। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরেছিল সিলেট। এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই সিলেটে স্বাগতিকরা শুরু করবে। অন্যদিকে নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে রংপুর বেশ ভারসাম্যপূর্ণ দল।
সিলেট স্ট্রাইকার্স একাদশ:
রনি তালুকদার, জর্জ মুন্সে, জাকির হাসান (উইকেটরক্ষক), পল স্টার্লিং, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), অ্যারন জোন্স, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিচি টপলি, আল-আমিন হোসেন।
রংপুর রাইডার্স একাদশ:
অ্যালেক্স হেলস, মোঃ আজিজুল হাকিম তামিম, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সাইফ হাসান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ।
শেষ খবর পর্যন্ত সিলেটের সংগ্রহ ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০৫ রান।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম