বিপিএলে ঢাকা ডমিনেটর্সের বাকি থাকা একমাত্র ম্যাচে দেখা যাবে না তাসকিন আহমেদকে। দেশের সেরা এই পেসার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী ১ মার্চ থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে তাসকিনকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই এবারের বিপিএলে আর দেখা যাবে না তাসকিনকে।
এর আগে, ঢাকার হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন (৩০ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর এই ম্যাচেই খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ঢাকার তারকা এই পেসার। এরপর আর পরের দুই ম্যাচে মাঠে দেখা যায়নি তাসকিনকে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বিপিএলের শেষ ম্যাচে তাসকিনের খেলা হচ্ছে না। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তার হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়।বিশ্রামেই সেরে উঠবে। কিছুদিন পর থেকে অনুশীলনও শুরু করতে পারবে। ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা হবে না।’