অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দুই ফাইনালিস্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠেছিল আগেই, এবার ফরচুন বরিশাল দ্বিতীয় দল হিসেবে উঠেছে ফাইনালে। ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করেছে ফাইনাল ম্যাচের সময়ও।
আগামী শুক্রবার (১ মার্চ) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।
বিসিবি জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, যে সময়ে শুরু হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে ফাইনালে দুই ইনিংসে বিরতি থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। সাধারণত ১০ মিনিট ইনিংস বিরতি থাকে টি-২০ ক্রিকেটে, তবে ফাইনালে এই বিরতি ২০ মিনিটের। রাত ৮টার মধ্যে প্রথম ইনিংস সম্পন্ন করে ৮টা ২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ইনিংস, ম্যাচ শেষ হওয়ার কথা রাত ৯টা ৫০ মিনিটের মধ্যে।
বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম