বিপিএলের টিকিট নিয়ে গতকালই দর্শকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। বিসিবি কাল দুপুর পর্যন্ত ও ঘোষণা করেনি, টিকিট কোথায় পাওয়া যাবে, কোন টিকিটের দামই-বা কত। পরে বিক্ষোভের মধ্যেই টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যে সন্ধ্যায়ও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগেও মিরপুর স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকেরা। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তারা।
আজ দুপুর ১টা ৩০ মিনিটে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম আসরের। তবে ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে টিকিটপ্রত্যাশীদের জটলা দেখা যায়। ফটক আটকে রেখে বিক্ষোভ করার সময় কিছু উত্তেজিত ব্যক্তিকে গেট ভাঙচুর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলতে দেখা গেছে। এমনকি ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই বিশৃঙ্খলা ম্যাচ শুরুর আগে কারোরই কাম্য নয়।
বিসিবি এর আগে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিপিএলের টিকিট মধুমতি ব্যাংকের সাতটি শাখায় পাওয়া যাবে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমণ্ডি, কামরাঙ্গীরচর, উত্তরা এবং পল্টন স্কাউট বিল্ডিংয়ে আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিতরণ চলবে। তবে টিকিট পাওয়ার সঠিক নিয়ম এবং প্রক্রিয়া সত্ত্বেও ভক্তদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা থামছে না।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম