স্পোর্টস ডেস্ক/S.H:
শনিবার ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ডেনমার্ক। কিন্তু হৃদয়ভাঙ্গা গল্প দিয়ে উইরো শুরু করতে হল ড্যানিশদের। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪৩ মিনিটের মাথায় হঠাৎ মুখ থুবড়ে পড়ে যায় ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন।
গতকাল বি গ্রুপের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও ফিনল্যান্ড। দারুণ আক্রমণাত্মক খেলা দিয়ে ম্যাচ শুরু করেছিল ড্যানিশরা। কিন্তু ৪৩ মিনিটের মাথায় নিজেদের মিড ফিল্ডারকে মাঠে লুটে পড়তে দেখে কান্নায় ভেঙে পড়ে ডেনমার্ক দল। এরিকসন যখন মাটিতে লুটে পড়ছিল তখন আশেপাশে ছিলনা কেউই। তাকে লুটে পড়তে দেখে রেফারি ও ফুটবলারা তার কাছে ছুটে যায়। মুহূর্তে মধ্যেই মেডিকেল টিম এসে তাকে সিপিআর দেয়। প্রায় পনের মিনিট মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয়। এসময় তার সতীর্থরা কান্না ভেঙ্গে পড়ে। পুরো মাঠ জুড়েই বিরাজ করছিল থমথম আবহাওয়া। পুরো ফুটবল বিশ্ব থমকে গিয়েছিল এই দৃশ্যে। অবশেষে ডাক্তারা তাকে জ্ঞানে ফিরাতে সক্ষম হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উয়েফা পক্ষ থেকে জানানো হয় অনেকটাই সুস্থ আছে ক্রিশ্চিয়ান এরিকসন। এই নিউজের পর গোটা ফুটবল বিশ্ব চিন্তা মুক্ত হয়। এদিকে দু’পক্ষের সম্মতিতে আবার ম্যাচ শুরু হলেও নিজেদের আধিপত্য ধরে রাখতে পারেনি ডেনমার্ক। ফিনিশদের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে ড্যানিশরা। তবে বীরত্বের গল্প রচনা করেছে ডেনমার্ক। এত কিছুর পরও সাহস জমিয়ে মাঠে নেমে যে ইতিহাস গড়েছে ডেনমার্ক তা লেখা থাকবে ফুটবল ইতিহাসে। আর জয় দিয়ে ইউরো শুরু করলেও রংহীন খুশি পেলো ফিনল্যান্ড।