কিছু নিয়ম মেনে যদি আপনি এসি চালান তবে বিদ্যুৎ বিল কম আসবে। শুধু মাত্র নিয়ম না মানার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে।
আসুন জেনে নেই যেভাবে এসি চালালে কমবে বিদ্যুৎ বিল
১. এসির টেম্পারেচার অবশ্যই ২৪ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে। ২. রাতে স্লিপ মোডে এসি চালান। বিদ্যুৎ অপচয় কমবে।
৩. ভোরের দিকে এসি বন্ধ করে দেওয়ার অভ্যাস তৈরি করুন।
৪. রাতে ৫ ঘণ্টা এসি চললে, পরবর্তী কিছু ক্ষণ এসি ছাড়া থাকাই যায়।
৫. এসি বেশি পুরনো হয়ে গেলে তা বদলে নিন। পুরনো এসিগুলো সে রকম বিদ্যুৎ সাশ্রয়ী নয়।
৬. এসির ফিল্টারটি নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করতেই হবে।
৭. এসিতে টাইমার ব্যবহার করুন যাতে ঘর ঠাণ্ডা হয়ে গেলে আপনা থেকেই বন্ধ হয়ে যায় যন্ত্রটি।
৮. আপনার সিলিং ফ্যানটিকেও ব্যবহার করুন এসির সঙ্গে পাল্লা দিয়ে।
৯. দিনের বেলা ঘরে তাপ ঢোকার উৎসগুলিকে বন্ধ করুন।
সূত্র : সময় নিউজ