পবিত্র রমজান উপলক্ষে আমেরিকার মতো কানাডা তার বিভিন্ন প্রভিন্সে শুধুমাত্র মাগরিবের আজানের অনুমতি প্রদান করেছে। এটি নিয়ে কানাডার কিছু white Right Wing গ্রুপ এবং ইন্ডিয়ান RSS,BJP,ISKCON প্রতিক্রিয়া দেখিয়েছে আর এর সাথে যোগ দিয়েছে বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি এবং বাংলাদেশ হিন্দু মন্দির কানাডা নামক দুটি সংগঠন। এই সংগঠনটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি বিজিত রায় টরোন্টোর সিটি মেয়রের সহ অন্যান্য সিটি কাউন্সিলরের কাছে আজান বন্ধের জন্য একটি ইমেইল প্রেরণ করেন। তিনি তার ইমেইল এ লেখেন যে আজানের কারণে শব্দ দূষণ হচ্ছে, সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের সমস্যা হচ্ছে।কানাডা সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান সম্প্রদায়ের দেশ হলেও এটি নিয়ে তাদের কোন সমস্যা নেই।এমনকি সেখানে বসবাসরত ইহুদি সম্প্রদায় সহ বাংলাদেশী খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের কোন সমস্যা নেই। বিজিত রায়ের ফেসবুক ওয়ালের পোস্ট গুলা দেখলে বোঝা যায় উনি কত বড় এক্সট্রিম ইসলামোফোবিক।উনার মত একজন লোকের উপর কানাডায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিভাবে আস্থা রাখছেন সেটি প্রশ্ন সাপেক্ষ। এই ঘটনাটি কানাডার সরকারের কাছে প্রমান করেছে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে যথেষ্ট আন্তরিকতার অভাব রয়েছে।তারা একে অপরের প্রতি সহনশীল ও সহানুভূতিশীল নয়।যেটি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং বাঙ্গালী জাতি সাম্প্রদায়িক জাতি হিসেবে চিহ্নিত হচ্ছে।