বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ শেষে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৭২ জনকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন। কুচকাওয়াজ শেষে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৭২ জনকে পদক পরিয়ে দিয়েছেন তিনি।
পদক পরিয়ে দেবার পর প্রধানমন্ত্রী ভাষণ দেন। এসময় তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক রোধে ভূমিকা রাখছে। বিজিবিকে স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এসময় তিনি বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানান।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম