কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দূতাবাসের প্রধান কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে বিভিন্ন দাবিতে দূতাবাসের সামনের সড়ক অবরোধ করে লেসকো কোম্পানির কয়েকশ’ বাংলাদেশি শ্রমিক। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেয় দূতাবাস কর্তৃপক্ষ। কিন্তু এরপরও কিছু কর্মী উত্তেজিত হয়ে দূতাবাসে হামলা চালায়।
হামলায় প্রধান কাউন্সিলর মো. অনিসুজ্জামানসহ তিনজন আহত আহত হন। এছাড়াও দূতাবাসের ভেতর ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।