উপজেলা ভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে এ নির্দেশ দেন তিনি। এ সময় টেকসই উন্নয়নের জন্য আগামীতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রাণশক্তি গ্রাম বাংলা। তাই টেকসই ও উন্নত দেশ গড়তে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছানোর প্রতিশ্রুতি দেয়। আর তৃণমূলে সরকারের প্রতিষ্ঠানকে কার্যকর ও গতিশীল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে রোববার পরিদর্শনে যান সরকার প্রধান শেখ হাসিনা। এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।
পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সূচনা বক্তব্য দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা উপজেলায় সম্পর্কে আমরা একটা মাস্টার প্লান করি। কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় স্কুল-কলেজ থাকবে, চাষের জমির কীভাবে সংরক্ষণ হবে এটা যদি সঠিকভাবে করা পারি। তাহলে মানুষ এটা সহজেই গ্রহণ হবে।
এছাড়া তৃণমূলে সঠিক উন্নয়নের জন্য আগামীতে জেলা পর্যায়ের মতামত নিয়ে জাতীয় বাজেটের পরিকল্পনার কথা বলেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে ভবিষ্যতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। স্থানীয় সরকারগুলোকে আরও শক্তিশালী করা।
ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে সব কর্মকর্তাদের সততা ও দায়িত্ব সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।