নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর টাকা ছড়িয়ে বড় নাশকতার ছক কষছে বিএনপি- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (১৯ ডিসেম্বর) ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে চার জেলাতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখতে আবারো নৌকা মার্কার বিজয় জরুরি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সরাসরি বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় যোগ দেয়ার পাশাপাশি ভোট প্রার্থনায় ডিজিটাল প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। বুধবার (১৯ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে দলীয় প্রধান শেখ হাসিনা অংশ নেন চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরের নির্বাচনী জনসভায়। নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চান তিনি। সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমে চট্টগ্রামের জনসভায় যোগ দেন শেখ হাসিনা। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয় প্রয়োজন। শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশের উন্নয়নে দরকার গণতন্ত্র এবং গণতন্ত্রের ধারাবাহিকতা। আগামী নির্বাচনে চট্টগ্রামের জনগণ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন।’ এরপর কক্সবাজারের জনসভায় অংশ নিয়ে তিনি বলেন- নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার ছক কষছে বিএনপি। তিনি আরো বলেন, ‘বিএনপি তাদের কোনো প্রচারণা করছে না। তাদের হাজার হাজার কোটি টাকা। তাদের কোথাও দুরভিসন্ধি আছে এতে সন্দেহ নাই। তারা কোথায় কোন প্রেসে নকল ব্যালট ছাপায় সেটা পাবলিকের খুঁজে বের করতে হবে। ঠিক নির্বাচনের ৩/৪ দিন আগে তারা একটা সন্ত্রাস করবে এবং প্রচুর টাকা ছড়িয়ে তারা নির্বাচনকে তাদের পক্ষে নেওয়ার একটা পরিকল্পনা করছে।’ পরে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় অংশ নেন শেখ হাসিনা। সেখানকার প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন- স্বাধীনতাবিরোধী অপশক্তি ক্ষমতায় এলে ধ্বংস হবে দেশের অগ্রযাত্রা। সবশেষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের জনসভায় যোগ দেন আওয়ামী লীগ প্রধান। নৌকা প্রতীকের স্থানীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।