দুর্নীতি ও অপরাজনীতির কারণেই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার (০৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্নচরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি এখন দেওলিয়া হয়ে যাচ্ছে। দুর্নীতি ও অপরাজনীতির কারণেই তারা ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মিথ্যা অপপ্রচার করে আবার জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে।’
পরে দুপুরে নোয়াখালীর সূবর্নচরে ঘূর্ণিঝড় ফনীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দীসহ আরো দলের কেন্দ্রীয় নেতাকর্মী।