ঐক্যফ্রন্টের দুই সংসদ সদস্য (এমপি) শপথ নিলে বিএনপির গঠনতন্ত্র এবং ফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা শুনেছি তারা অংশগ্রহণ করবে। যখন করবে তখন আমাদের যে বিধিবিধান আছে, আমাদের দলের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সে প্রেক্ষাপটে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।’
আজ রোববার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. মোশাররফ। কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা একটি বড় টার্গেট করে ঐক্যফ্রন্ট করেছি। গণফোরামের কেউ যদি সংসদে যায়ও তারপরও আমরা মনে করি ঐক্যফ্রন্টের যেহেতু বৃহৎ লক্ষ্য আছে সেহেতু ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না।’
গণফোরামের যে দুজন শপথ নিতে যাচ্ছেন তাদের একজন সুলতান মনসুর বিএনপির প্রতীক ধানের শীষ এবং মোকাব্বির হোসেন গণফোরামের নিজস্ব প্রতীকে নির্বাচিত হয়েছেন।