ডিবিএন ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের মার্চ মাসে শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আজ আমলে নিয়েছেন আদালত। এই মামলায় পলাতক আসামি বিএনপি নেতা রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রিজভী ও দুলু ছাড়া বাকি চারজনের নাম জানা যায়নি।
আগামী ১২ ডিসেম্বর আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় অভিযোগপত্রভুক্ত মোট আসামির সংখ্যা ১৮। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। আজ শুনানির সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।