করোনার প্রভাবে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন । চাকরি হারিয়ে এরইমধ্যে বেকার হয়ে পড়েছেন অনেকেই। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীনদের সংখ্যা বাড়ছে দেশটিতে।
মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনে কর্মসূত্রে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বাস করেন। চাকরিসহ ব্যবসা বাণিজ্যেও জড়িত আছেন তারা।
দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২১শে ফেব্রুয়ারি। এরপরই করোনা সংক্রমণ রোধে স্কুল, কলেজ, মসজিদ, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে সেদেশের সরকার।
চারিদিকে সাগর আর এর মাঝে সুন্দর দ্বীপ থাকায় দেশটিতে সারা বছরই লেগে থাকতো পর্যটকদের উপচেপড়া ভিড়। এর মাঝেই পর্যটকদের জন্য গড়ে উঠেছে অজস্র হোটেল এবং বিশাল ব্যবসা কেন্দ্র। অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে অনেক প্রতিষ্টান এরইমধ্যে বন্ধ হয়ে গেছে এবং লোক ছাটাই করা হচ্ছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে প্রবাসী বাংলাদেশিরা।
এমন অবস্থায় দেশে টাকা পাঠানো দুরের কথা নিজেদের ঘর ভাড়া দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।