মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ই ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার এলাকায় গিয়ে এ বাল্যবিবাহ পণ্ড করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার এলাকায় ১৬ বছরের অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছে- এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
মহিলা বিষয়ক কর্মকর্তা আরও বলেন, অপ্রাপ্তবয়স্ক কিশোরীর স্বজনেরা নিজেদের ভুল বুঝতে পারায় কোনো জরিমানা করা হয়নি। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না বলে দুঃখপ্রকাশ করে একটি মুচলেকা দেন ওই কিশোরীর পিতা।
আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৬ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি