ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ এর গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিন ছেলে।
আজ সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পের এ ঘটনা ঘটে।
ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন,“জানতে পেরেছি নুরুজ্জামান ভারত থেকে গরু চোরাকারবারীর মাধ্যমে গরু আনতে যান। এ সময় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হচ্ছে।”
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু বলেন, ‘নুর জামাল গরু চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিলেন। ভোরে তাকে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে।’
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রোববার ভোর রাতে নুর জামালসহ পাঁচ-ছয়জন গরু আনার জন্য রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২/৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে গেলে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নুর জামাল। বাকিরা পালিয়ে আসেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি