চট্টগ্রামের মিরসরাইরে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে জিনাত কামাল তারিশা নামে এক পরীক্ষার্থী। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
তারিশার বাবা রবিউল হোসেন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে মারা যান। পরে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তারিশার বাবাকে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, জিনাত মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের শেখ আবুল কাশেম চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও মিঠানালা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন টুকুর মেয়ে। তারিশার বাবা রবিউল হোসেনদীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা গেছেন। পরে মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়।
তারিশার বড় ভাই কমল জানান, আমার একমাত্র ছোট বোনের এইচএসসি পরীক্ষা থাকায় সে লাশ রেখেই পরীক্ষা দিতে যায়।
মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি