দেশের ফুটবলের দায়িত্বে আগামী চার বছর কারা থাকবেন তা জানতেই আজ দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। যেখানে অংশ নিচ্ছেন ৪৭ জন প্রার্থী। আর ভোট দেবেন ১৩৯ জন ভোটার।
এদিকে ১৫টি সদস্য পদে লড়ছেন ৩৪ জন প্রার্থী। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ছিটকে যেতে পারেন বর্তমান কমিটির অনেক নামিদামি সংগঠক।
নির্বাচনের আগ পর্যন্ত ইশতেহারে ভেসে গেছে ফুটবল। এক পক্ষের ২৪ দফা তো আরেক পক্ষের ৩৬ দফা উন্নয়ন কর্মসূচি। বিশ্বকাপের মোহ কেটে গেলেও এবার অলিম্পিকে যাওয়ার নতুন স্বপ্ন জায়গা পেয়েছে মানিকের ইশতেহারে।
ভোটের আগে ফুটবল উন্নয়ন প্রার্থীদের মুখে নানা প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। কিন্তু ভোটারদের মনে সংশয় রয়েছে, নির্বাচনী বৈতরণি পার হলেই আবার অতীতের মতো তাদের প্রতিশ্রুতি হাওয়াই-মিঠাই গল্প হবে না তো। এ প্রশ্ন কিন্তু রয়েছে আবার ফুটবল প্রেমিদের মধ্যেও। তারপরও তারা কারো না কারো প্রতি আস্থা রাখছেন। আশা করছেন এবার নির্বাচিত প্রার্থীরা এ দেশের ফুটবলকে অন্য একটা জায়গায় পৌঁছে দেবেন।
বাফুফে নির্বাচনে যারা প্রার্থী
সভাপতি (একটি পদ) : কাজী সালাউদ্দিন, শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।
সিনিয়র সহসভাপতি (একটি পদ) : আব্দুস সালাম মুর্শেদী ও শেখ মুহাম্মদ আসলাম।
সহসভাপতি (চারটি পদ) : কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আতাউর রহমান ভূঁইয়া মানিক, মহিউদ্দিন মহি, শেখ মুহাম্মদ মারুফ হাসান, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও তাবিথ আউয়াল।
সদস্য (১৫টি পদ) : হারুনুর রশীদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাস রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরু, আমের খান, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ পিন্টু, সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মঞ্জুরুল আহসান, ইমতিয়াজ সুলতান জনি, কাজী মো. রফিক, এএনএম আমিনুল হক, আরিফ হোসেন মুন, সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, রায়হান কবির, সাইফুর রহমান মনি ও শাকিল মাহমুদ চৌধুরী।