বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় নব্বইয়ের দশকের ‘ফ্রেন্ডস’ সিরিজের অভিনেতা ম্যাথিউ পেরি চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই অভিনেতা।
ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। ১৯৭৯ সালে কপ শো ‘২৪০ রবার্ট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে শোবিজে পেরির পথচলা শুরু হয়। এরপর টিভিতে ছোটখাটো চরিত্রে কাজ করার ডাকও পেতে থাকেন।
এদিকে ম্যাথিউ পেরির মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্ব তারকাঙ্গনের সবাই। হলিউডের জেনিফার এনিষ্টন, এডেল, মেলিসা রিভারস, মিরা সরভিনো, অক্টাভিয়া স্পেন্সার, রুমার উইলিস, স্টুয়ার্ট লেভিন, টম গ্রিন, ক্লোয়ে কার্দাশিয়ান সহ একাধিক তারকা ইতোমধ্যে নিজেদের শোক জানিয়েছেন।
১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ‘বয়েজ উইল বি বয়েজ’-এ চ্যাজ রাসেল চরিত্রে অভিনয় তাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়। আর তারপর আসে ‘ফ্রেন্ডস’-এ অভিনয়ের সুযোগ। মাঝে ‘গ্রোয়িং পেইনস’ ও ‘সিডনি’র মতো সিরিজগুলোতেও তাকে দেখা গিয়েছিল।
নব্বই দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথিউ। তার সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা।