স্পোর্টস ডেস্কঃ ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের বাতিল হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের। গতকাল সোমবার ফিফার আপিল কমিটি ম্যাচটি নিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার আপিলগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এর আগে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচটি পুনরায় না খেলতে আপিল করেছিল ফিফার কাছে। সেই আপিল খারিজ করে এ রায় দিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির আপিল কমিটি। গত বছরের সেপ্টেম্বরে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। তবে ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাঠে হানা দেয় ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার ৪ জন খেলোয়াড় দেশটির করোনা সম্পর্কিত বিধি লঙ্ঘন করার অভিযোগে তখন তাদের আটক করতে উদ্যত হয় ব্রাজিলের আইন প্রয়োগকারীরা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ম্যাচটি বাতিল হয়ে যায়।
ব্রাজিল ও আর্জেন্টিনা বেশ আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। বাছাইপর্বে পণ্ড হওয়া এ ম্যাচই বাকি আছে দুই পরাশক্তির। এবার ফিফা দুই দলের সেই ম্যাচকে ঘিরে করা আপিলগুলো পর্যালোচনা করে ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ বহাল রেখেছে। এছাড়া সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই দলকেই জরিমানা করেছে ফিফা। ম্যাচ বাতিল হওয়ার কারণে দুই দলকে প্রায় ৪৪ লাখ টাকা জরিমানা করেছে।
আগামী জুনে অস্ট্রেলিয়ায় একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। ম্যাচটি খেলতে শেষ পর্যন্ত দুই দেশ খেলতে সম্মত হবে নাকি বিষয়টি নিয়ে আরও জলঘোলা হবে সেটা সময়ই বলে দেবে। এই ম্যাচ আয়োজিত হোক না হোক, বিশ্বকাপের আগে মেসি-নেইমারদের মুখোমুখি হওয়া কিন্তু নিশ্চিত।