মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর -(প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শিয়ালের কামড়ে বিভিন্ন এলাকায় ৩৬ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার রাত ৮ থেকে ১০টার মধ্যে পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড এলাকায় একটি পাগলা শিয়াল রাস্তায় পথচারীদের কামড়ে দেয়। এ ঘটনায় অন্তত ২২ জন নারী-পুরুষ আহত হয়েছেন।
আরো জানাগেছে উজানচর ইউনিয়নের সেকের কান্দি গ্রামে ৯ জন কে আজ ভোর ৬টায় এবং ধারিয়ারচর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ৫ জনকে কামড়িয়ে দেয় ঘটনার পর থেকে সবাই আতংকে আছেন এবং আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন বলেন, আহতদেরকে দ্রুত তাদের ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে এবং
প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।