মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ভ্রাম্যমাণ আদালতে
বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে অভিভাবককে জরিমানা করেছেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
সহকারি কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা।
আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নে ফরদাবাদ গ্রামে বাল্যবিবাহ বন্ধে এ
অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফরদাবাদ গ্রামের মো. মুর্শিদ মিয়ার ৮ম শ্রেণি
পড়ুয়া সামিয়া আক্তার মুন্নীর (১৪) বাল্যবিবাহ রোধ করেন তিনি।
এ সময় অবৈধ নোটারির মাধ্যমে বয়স বাড়ানো এবং বাল্যবিবাহ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য মেয়ের
বাবাকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া অভিভাবকদের নিকট হতে মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে প্রদান না করার মর্মে মুচলেকা
গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেয়া হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা বলেন, বাল্যবিবাহ বন্ধ করার
জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
তিনি গ্রামবাসীকে বাল্যবিবাহের সংবাদ পাওয়ামাত্র উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন।