মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর -ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মাওলা গন্জ বাজারে ঐশি মেডিকেল হল থেকে দিপক দাস (২৭) নামে এক ভূয়া ডাক্তারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়াছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর মাওলা গন্জ বাজারে অভিযান পরিচালনা করে এক ভূয়া ডাক্তারের বিরুদ্ধে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এতে জানা যায় বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামের সখী চন্দ্র দাসের ছেলে দীপক চন্দ্র দাসকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলাম ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
এসময় উপস্হিত ছিলেন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(২)ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করা হয়। স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।