মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-(প্রতিনিধি)
“সম্ভাবনার এক দুরন্ত যাত্রা”এই স্লোগানকে সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের প্রবাসী সমাজ কল্যাণ ফোরাম (বাপসফ) এর নতুন কমিটি গঠিত।
এতে মো. জুয়েল আহমেদ মোল্লা কে সভাপতি ও মো.আমিনুল হক খেলুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন।
বাহেরচর গ্রামকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে প্রবাসীদের এই সংগঠনটি কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে এমনটাই আশা প্রকাশ করা হচ্ছে। নিম্নে সংগঠন তদারকি পরিষদ এবং কার্যকরী পরিষদের নাম প্রকাশ করা হলোঃ
সংগঠন তদারকি পরিষদ
জনাব, মঞ্জুর আহম্মেদ ( ইতালী)
জনাব, জুবায়ের আলম ( ইতালী)
জনাব, ফকির শাহ আলম ( সৌদিআরব)
জনাব, সজীব আহম্মেদ ( ইতালী) ( সংগঠন উদ্যোগক্তা)
জনাব, আমির হোসেন ( সৌদিআরব) ( সংগঠন উদ্যোগক্তা)
জনাব, পারভেজ সরকার ( সৌদিআরব) ( সংগঠন উদ্যোগক্তা)
জনাব, খাইরুল ইসলামজ ( সৌদিআরব) ( সংগঠন উদ্যোগক্তা)
জনাব, হাসান ইমাম হিজিসান ( সৌদিআরব) ( সংগঠন উদ্যোগক্তা)
জনাব, মোহাম্মদ মাইনুউদ্দিন ( সৌদিআরব) ( সংগঠন উদ্যোগক্তা)
কার্য্যনির্বাহী পরিষদ
সভাপতি : জনাব, মোঃ জুয়েল আহমেদ মোল্লা (দক্ষিণ কোরিয়া)
সাধারণ সম্পাদক :জনাব,আমিনুল ইসলাম খেলু ( সৌদিআরব)
যুগ্ন সাধারন সম্পাদক : জনাব, মামুন আহম্মেদ ( সৌদিআরব)
সাংগঠনিক সম্পাদক : জনাব, কাদির পারভেজ ( সৌদিআরব)
উপ সাংগঠনিক সম্পাদক : জনাব, মোহাম্মদ স্বপন আহম্মেদ ( সৌদিআরব)
সমাজকল্যাণ সম্পাদক : জনাব, জাহাঙ্গীর আলম ( সৌদিআরব)
উপ সমাজকল্যাণ সম্পাদক : জনাব, সজীব আহম্মেদ ( দুবাই)
উপ প্রচার সম্পাদক : জনাব, সাইদুর রহমান ( কুয়েত)
উপ প্রচার সম্পাদক : জনাব, শাহিন আহম্মেদ ( কুয়েত)
ক্রীড়া সম্পাদক : জনাব, আজিজুল হক সরকার ( মালয়েশিয়া)
মহিলা বিষয়ক সম্পাদক : মিলা ইসলাম ( আমেরিকা)
ধর্ম বিষয়ক সম্পাদক : জনাব, মুজিবুর রহমান ( ইতালী)
উপ ধর্ম বিষয়ক সম্পাদক : জনাব, মোহাম্মদ সালাউদ্দিন ( সৌদিআরব ২ নং ওয়ার্ড)
কার্যকরী সদস্য : জনাব, মোহাম্মদ ইব্রাহীম ( সৌদিআরব)
জনাব, মোহাম্মদ নওশীন ( দিদার) ( কুয়েত)
জনাব, মোহাম্মদ সবুজ ( সৌদিআরব)
জনাব, দিদার আহম্মেদ ( দীপ্ত) ( সৌদিআরব)
জনাব, বাদল আহম্মেদ ( কুয়েত)
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জুয়েল বলেন, বাহেরচর গ্রামের সকলকে নিয়ে গ্রামের আর্থসামাজিক উন্নয়ন, চিকিৎসাসেবা, শিক্ষাখাত ও গরীব দুঃখী মানুষের পাশে থেকে এই সংগঠনটি কাজ করে যাবে। আমরা সকলের সহযোগিতায় এই সংগঠন কে সামনে এগিয়ে নিয়ে যাবো। গ্রামের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।
উক্ত কমিটির সাধারণ সম্পাদক খেলু বলেন, আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহানুভূতিশীল হয়ে কাজ করে যাবো। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য যে, আগামী ১৬ আগষ্ট বা দুই সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার কথা রয়েছে।
জানাগেছে, পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে । এই সংগঠন কে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে নতুন করে এ কমিটি গঠন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি উপহার দিবেন।