মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর -প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম(অব:) ব্যক্তিগত তহবিল থেকে ৪৩টি পূজা মন্ডপে অনুদানের নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই টাকা ও চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম(অব:) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের নগদ টাকা ও চাল বিতরণ করেন।
তিনি বক্তব্যে বলেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রতির দেশ, সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করছে। পূজা উপলক্ষ্যে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ধর্মের মানুষকে তাদের ধর্ম পালন করতে বিভিন্ন ধর্মীয় উপসানালয় নির্মাণ করে দিয়েছেন। বিশ্বে আমাদের দেশ ধর্মীয় সম্প্রতির উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সকলকে পূজা উদযাপনে যাতে কোন প্রকার বিশৃংখলা না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান হয়।
জানা যায় স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ১২ হাজার টাকা করে ৫ লাখ ১৬ হাজার টাকা ও প্রতিটি পুজামন্ডবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫শ কেজি করে চাউল ২২ হাজার ৫শ কেজি চাল বিতরণ করা হয়।
এই বছর বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে ৪৩ স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেযারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেযারম্যান সাইদুল ইসলাম বকুল, মহিলা ভাইস চেযারম্যান জলি আমীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি উপজেলা কৃষক লীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক লক্ষন সাহা,তপন দাস,অঞ্জন কুমার রায়,নিতাই চন্দ্র সাহা, শ্যামল চন্দ্র সূত্রধর ও বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্হিত ছিলেন।