মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ওমেরা এলপি গ্যাস ডিলার মো.আলমগীর হোসেন
ও আবুকালামের আয়োজনে রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৩/০৯/২০১৯ইং রোজ সোমবার দুপুর ২-ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়ামে ওমেরা এলপি গ্যাস ডিলার মো.আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ওমেরা গ্যাস এক্সেগেটিভ অফিসার মো.আবদুল্লা আল মামুন বক্তৃতায় বলেন দেশের জ্বালানি চাহিদা মেটাতে ২০১৫ সালে যৌথ ভাবে ৩টি কম্পানি মিলে ওমেরা এলপি গ্যাস যাত্রা শুরু করে এই ৪ বছরে আমাদের সিলিন্ডার বিক্রি বাজারজাত হয়েছে ৩৪ লাখ প্লাস আমরা বর্তমানে দ্বিতীয় স্হানে আছি ২০২০ সালে আপনাদের মাধ্যমে আশা করি প্রথম স্হান অধিকার করবো সেই লক্ষ নিয়ে আপনারা কাজ করবেন। আমরা নেদারল্যান্ড থেকে বড় বড় ৩টি এয়ারবাস দিয়ে ১০হাজার মে.টন গ্যাস এক সাথে আনতে পারি,১টি মাদার প্লান এবং ৩টি স্যাটেলাইট প্লান মোট ৪টিতে ৯ হাজার মে.টন গ্যাস মজুত রাখতে পারি আমাদের ৩৫টি গাড়ী যাহা দিয়ে সারা দেশে লিকুইড গ্যাস সাফলাই করি,প্রতিটি গাড়ীতে ১৮ মে.টন দারণ ক্ষমতা।তিনি আরো বলেন আপনারা জানলে আরো খুশি হবেন যে আমরা জাপানের সাইসেন কম্পানির সাথে যৌথ ভাবে অটোগ্যাস সিএনজিতে দেওয়া শুরু করেছি বাংলাদেশে আমাদের ১২টা প্লান আছে ,ধীরে ধীরে আমরা আরো এগিয়ে যাব।
পরিশেষে সকল রিটেইলারকে কুপন এর মাধ্যমে লটারী ড্র করে বিজয়ী ১০জনকে পুরুস্কার দেন ও সবাইকে শুভেচ্ছা উপহারদেন ওমেরা এলপি গ্যাসের পক্ষ থেকে। এ সময় প্রায় ২৫০ জন রিটেইলার উপস্হিত ছিলেন