মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আ’লীগের উদ্দ্যোগে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ ঘটিকার সময় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন আ’লীগের আয়োজনে উজানচর কে এন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীগের উজানচর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ডা.মো.এনামুর রহমান এমপি,মাননীয় প্রতি মন্ত্রী দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণমন্ত্রাণালয়, প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ দেশ নিয়ে চিন্তা করেন শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর ও উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে। আওয়ামী লীগ সংগঠিত হলে পুরো দেশ সংগঠিত হবে। শেখ হাসিনার ক্ষুধামুক্ত বাংলাদেশ বির্নিমাণে কাজ করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরোও বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর জন্য বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। উজানচর কে.এন উচ্চবিদ্যালয়ের ৩ কোটি ১৬ লাখ টাকায় ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্রের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এ প্রকল্পের দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর কর্তৃক গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ১০টি বাস গৃহ নির্মাণ করা হয়েছে ও ঘরের চাবি ওদের হাতে তুলেদেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. শাহাদাৎ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন
অনুষ্ঠিত সম্মেলনে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ,
সম্মেলন উদ্বোধকঃ- বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাবেক যুগ্ম সচিব সিরাজুল ইসলাম,
উজানচর ইউনিয়ন আ’লীগ সভাপতি তফাজ্জল হোসেন তাজ মিয়ার সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক সেলিম মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসু ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক কাজী জাদিদ আল- রহমান জনি, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমীর,উপজেলা কৃষকলীগ সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,উপজেলা আ’লীগ শিক্ষা সম্পাদক সাইদ আহমেদ বাবু,উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহম্মেদ,সাধারণ সম্পাদক মো.আলা উদ্দিন সরকার, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার,সাধারণ সম্পাদক রুমেল আহম্মেদ আমান,পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আ.রাজ্জাক,উপজেলা কৃষক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন,উজানচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু হানিফ,উজানচর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি অলেক মোল্লা,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,উজানচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো.তোফায়েল আহমেদসহ এসময় আরো উপস্হিত ছিলেন, ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগ,শিক্ষক,ছাত্র ছাত্রী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী ফকির শাহাবুদ্দিন, লুইপা, বর্ণালী বিশ্বাস শান্তা ও শামসুল হক চিশতি।