“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ৫ নভেম্বর সকাল ১১ টার সময় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন পরে একটি সমবায় র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর উপজেলা সমবায় কার্যালয় সহকারি পরিদর্শক সাবিহা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির,বাঞ্ছারামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেড এর সভাপতি মো.কবির হোসেন, উপজেলা সমবায় অফিসার মো.লুৎফর রহমান,বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম মো.ফাকরুল ইসলাম,উপজেলা কেন্দ্রীয় সমবায় শিল্প ইউনিয়নের সভাপতি সানজিদ আহমেদ,সাবেক সভাপতি দূর্গারামপুর আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন,গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সমিতির সদস্য, সমবায় দপ্তরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।