মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও পাকাঘর পেল ৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের ৩২৯০৪টি বাড়ির মধ্যে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে বাঞ্ছারামপুরেও ৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি ও পাকাঘর পেল।
উপজেলার আশ্রয়ন প্রকল্প-৩ এর ৪৬টি ও আশ্রয়ন প্রকল্প-২ এর ২৫টি পরিবারের মধ্যে মঙ্গলবার সকালে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়। উপজেলার আসাদনগর, রূপসদী কান্দাপাড়া, হোগলাকান্দি, ছয়ফল্লাকান্দি, শান্তিপুর, কালিকাপুর ও কড়িকান্দিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ২ শতাংশ জমিসহ তালিকাভুক্ত ভুমিহীন অসহায়দের মাঝে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও পাকাঘর পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উপজেলা পরিষদ মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, সহকারী কমিশনার (ভুমি) শুভাশীষ চাকমা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, বাঞ্ছারামপুর পৌরসভা মেয়র মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, বাঞ্ছারামপুর মডেল থানা ওসি (তদন্ত) মো.শফিকুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি ও ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।